
মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র শিল্প ক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করছে। এ অঞ্চলের গল্প ও সিনেমার শক্তি তুলে ধরতে গত কয়েক বছর ধরে নিয়মিত আন্তর্জাতিক উৎসব আয়োজন করছে দেশগুলো।
সেই ধারার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত আয়োজন—রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল—সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার ঐতিহ্যমণ্ডিত এলাকা আল-বালাদে চার বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে।
আগামীকাল (৪ ডিসেম্বর) এর পঞ্চম আসর শুরু হচ্ছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে।
উদ্বোধনী ছবি হিসেবে থাকবে রোয়ান আথালের ‘জায়ান্ট’, যা ব্রিটিশ–ইয়েমেনি বক্সিং তারকা প্রিন্স নাসিম হামেদের অনুপ্রেরণাদায়ক জীবনের গল্প বলছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির এল মাসরি (হামেদ) এবং পিয়ার্স ব্রসনান (তার আইরিশ ট্রেইনার ব্রেন্ডান ইংল)। রেড সি ফিল্ম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শিবানি পান্ডিয়া মালহোত্রা মনে করেন, এই দুই চরিত্রের সম্পর্কই উৎসবের মূল দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।
ফেস্টিভ্যালে এবার মোট ১১১টি চলচ্চিত্র স্থান পেয়েছে। মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ১৬টি ছবি, যার অর্ধেক আন্তর্জাতিক এবং অর্ধেক মধ্যপ্রাচ্যের। এতে রয়েছে সৌদি আরবের অস্কার-প্রেরিত ‘হিজরা’ এবং চেরিয়েন দাবিসের ‘অল দ্যাটস লেফট অব ইউ’, যা তিন প্রজন্মের এক ফিলিস্তিনি পরিবারের সংগ্রামের গল্প উপস্থাপন করে।
মূল প্রতিযোগিতার জুরি সভাপতি হিসেবে থাকছেন অস্কারজয়ী পরিচালক শন বেকার। বিশেষ প্রদর্শনীতে থাকবে তিউনিসিয়ার অস্কার-মনোনীত ‘দ্য ভয়েস অব হিন্দ রজাব’ এবং স্পেনের অলিভিয়ের ল্যাক্সের ‘সিরাত’।
আন্তর্জাতিক স্পেকট্যাকুলার বিভাগে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘ক্যুচার’ এবং জুড ল–পল ডানো অভিনীত ‘দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন’। আরব স্পেকট্যাকুলার বিভাগে রয়েছে আনেমারি জাসিরের ‘প্যালেস্টাইন ৩৬’ এবং হাইফা আল মানসুরের ‘আনআইডেন্টিফায়েড’।
ফেস্টিভ্যাল ফেভারিটস বিভাগে থাকবে আন্তর্জাতিক উৎসবে আলোচিত ১২টি ছবি, যেমন যেম-সুইজারল্যান্ডের অস্কার মনোনীত ‘লেট শিফট’ এবং কান উৎসবে অংশ নেওয়া ‘দ্য সিক্রেট এজেন্ট’। এছাড়া নতুন সৌদি সিনেমা, শিশুতোষ চলচ্চিত্র এবং ক্লাসিক সিনেমার জন্য আলাদা বিভাগ থাকবে। বিগত বছরের মতো এবারও থাকছে বলিউড তারকা; আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ঐশ্বরিয়া রাই অংশ নিচ্ছেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]