জুবিন গার্গ আমাকে ফেমাস করেছেন: অনন্ত জলিল
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৪:১৯
জুবিন গার্গ আমাকে ফেমাস করেছেন: অনন্ত জলিল
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের অন্যতম সফল এবং জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে এখনও শোকের আবহ কাটেনি। গত ১৯ সেপ্টেম্বর এই গুণী শিল্পীর মৃত্যুর পর দেশটির বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। প্রিয় শিল্পীর মৃত্যু মেনে নিতে পারছেন না তার ভক্তরা।


এমনকি জুবিন গর্গের মৃত্যুতে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল আসাম সরকার। এই শোক যেন ছুঁয়ে গেছে সব শ্রেণি-ধর্ম-পেশার মানুষকে।


এদিকে তুমুল জনপ্রিয় এ গায়কের মৃত্যু এখনো মেনে নিতে কষ্ট হচ্ছে ঢাকাই সিনেমার নায়ক অনন্ত জলিলের। কেননা ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার তুমুল জনপ্রিয় গান 'ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট'-এর গায়কও ছিলেন জুবিন গার্গ।


বুধবার (১ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, ‘জুবিন গার্গ যখন মারা যান, তখন আমি চীনে। তার মৃত্যুর খবর শুনে বিমর্ষ হয়ে পড়ি। এত কষ্ট লেগেছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। স্কুবা ডাইভিং করতে গিয়ে এমনভাবে মারা যাওয়া ভীষণ কষ্টদায়ক।’


অভিনেতা বলেন, দেশের ভার্সিটিগুলোতে 'ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট' গানটা জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গায়, এর সঙ্গে নাচ করে। দেশের সব কলেজের ছেলেমেয়েদের কাছে এই গান মানে এক উন্মাদনার নাম।’


প্রিয় শিল্পীকে হারানোর বেদনা প্রকাশ করে ঢাকাই সিনেমার এই নায়ক বলেন, ‘সবাই জানে অনন্ত জলিলের গান ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, এই গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন, আমি ব্যথিত। আমি ঠিক ভুল পারছি না।’


তিনি জানান, তিনি যেখানেই গেছেন, যে দেশেই হোক, সেখানের ছেলে-মেয়েদের মুখে মুখে ‘ঢাকার পোলা’ গান শুনেছেন। কিংবা তারা এই গান তাকে নাচ করতে বলেছেন। তার কথায়, ‘জুবিন গার্গের গাওয়া এই গান আমাকে ফেমাস করেছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com