 
        
 অঅ-অ+
অঅ-অ+
                    এবার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তাণ্ডব’ যেন রীতিমতো ‘তাণ্ডব’ চালাচ্ছেন প্রেক্ষাগৃহে। মুক্তির পর থেকে হাউসফুল শো যাচ্ছে, পাওয়া যাচ্ছে না টিকিট। সিনেপ্লেক্সগুলতে আগামীকালের টিকিটও নেই বলে খবর।
মুক্তির পর থেকেই সিনেমা হলগুলোতে ‘তাণ্ডব’ শুরু করেছে শাকিব খানের এই ছবি। মাল্টিপ্লেক থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনেও ‘তাণ্ডব’-এর টিকিট মিলছে না। ফলে অনেকেই ইচ্ছে সত্ত্বেও প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারছেন না।
শুধু সাধারণ দর্শকদের ক্ষেত্রেই যে এমনটা হচ্ছে না, সেটাও কিন্তু না। সিনেমার কলাকুশলীরাও টিকিটের অভাবে ‘তাণ্ডব’ দেখতে পারছেন না। যেই অভিজ্ঞতার শিকার হয়েছেন খোদ জয়া আহসান নিজেই।
রোববার (৮ জুন) রাজধানীর একটি সিনেপ্লেক্সে তাণ্ডব সিনেমা দেখতে হাজির হয়ে জয়া বলেন, ‘ভাই, আপনারা এটাকে ফান মনে করতে পারেন কিন্তু আমি আমার সিনেমার টিকিট পাচ্ছি না। দুইটা টিকিট চেয়েছি সেটাও পাচ্ছি না। আমার মেজাজ খারাপ লাগছে।’
এরপর অভিনেত্রী বলেন, ‘আমার ভাবিকে নিয়ে আসছিলাম তাণ্ডব দেখব বলে। কিন্তু তাকে নিয়ে সিনেমাটা দেখতে পেলাম না। দেখি পরিচালককে বিষয়টা অবশ্যই বলব।’
তবে টিকিট না পেলেও তাণ্ডবের প্রতিটি শো হাউজফুল যাচ্ছে দেখে খুশি জয়া আহসান। তিনি বলেন, আমার মনে হয় আমি না বললেও দর্শকরা সিনেমাটা দেখবে। কারণ এই ছবিটা ফুল প্যাকেজ।
জানা গেছে, দেশজুড়ে ১৩৯টি প্রেক্ষাগৃহের মধ্যে ১৩৩টিতে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। সব জায়গা থেকেই প্রশংসার বন্যা বইছে। শুধু প্রথম দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো হয়েছিল, দ্বিতীয় দিন থেকে বাড়িয়ে তা ৩৫টি করা হয়েছে।
উল্লেখ্য, আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হসেন, ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈমসহ আরও অনেকে।
এরমধ্যেই ঢালিউডের আরেক নায়ক আরিফিন শুভর সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন শাকিব খান।
গতকাল সন্ধ্যায় ‘নীলচক্র : ব্লু গ্যাং’ সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে এই সুপারস্টার লিখেন, ‘নীলচক্র’ টিমের জন্য শুভকামনা।
পোস্টটিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭২ হাজারেরও বেশি রিয়েকশন পড়েছে, মন্তব্য জমা পড়েছে তিন হাজারেরও বেশি। ইন্ডাস্ট্রির সিনিয়র হিসেবে জুনিয়রদের পাশে থাকার জন্য শাকিব খানকে কৃতজ্ঞতা জানাতে ভুলেননি সিনেমাপ্রেমী থেকে শুরু করে তার ভক্তরাও। কেউ কেউ বলছেন, দারুণ একটা কাজ করেছেন কিং খান, এভাবেই নতুনদের পাশে থাকুন।
শাকিব ভক্তদের অনেকেই বলছেন, শাকিব খান যেহেতু শুভকামনা জানিয়েছেন তাহলে আমরাও ‘নীলচক্র : ব্লু গ্যাং’ সিনেমা দেখব। সেইসঙ্গে আরিফিন শুভকে শুভকামনা জানাতেও ভুলেননি এই ভক্তরা।
মিঠু খান পরিচালিত ‘নীলচক্র: ব্লু গ্যাং’ সিনেমাতে আরিফিন শুভ ছাড়া আরো অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, প্রিয়ন্তি উর্বী প্রমুখ।
অন্যদিকে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’-এ শাকিব খান ছাড়া আরো অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, এফএস নাঈম, আফজাল হোসেন প্রমুখ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]