হলিউড অভিনেতা সান মার্টিনের রহস্যজনক মৃত্যু
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:০০
হলিউড অভিনেতা সান মার্টিনের রহস্যজনক মৃত্যু
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

হলিউডের জনপ্রিয় অভিনেতা ফ্রান্সিসকো সান মার্টিনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১৬ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল ৩৯ বছর।


লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষকের বরাতে গণমাধ্যমগুলো বলছে, আত্মহত্যা করেছেন সান মার্টিন। তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘লিগেচার হ্যাংগিং’। তবে কী কারণে এমন মৃত্যু বেছে নিলেন, সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।


সান মার্টিন অভিনীত উল্লেখযোগ্য কাজগুলো হলো- ‘ডেজ অব আওয়ার লাইভস’, ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’। এ ছাড়া তিনি সিডব্লিউয়ের জনপ্রিয় সিরিজ ‘জেইন দ্য ভার্জিন’-এ গিনা রড্রিগেজের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সেখানে তিনি একজন টেলেনোভেলা তারকার ভূমিকায় মুগ্ধ করেন দর্শককে।


২০১৩ সালের এইচবিও ফিচার ফিল্ম ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’-তেও অভিনয় করেন সান মার্টিন। স্টিভেন সোডারবার্গ নির্মিত এই সিনেমায় মাইকেল ডগলাস ও ম্যাট ডেমনের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে দেখা গেছে তাকে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com