‘টুইন পিকস’ সিরিজের নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪১
‘টুইন পিকস’ সিরিজের নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিনজনপ্রিয় নির্মাতা ডেভিড লিঞ্চমারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এমফিসেমা রোগে আক্রান্ত ছিলেন।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ডেভিডের মৃত্যুর খবরের তথ্যটি প্রকাশ করে ইউএস ম্যাগাজিন ভ্যারাইটি।


হয়েছে, গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে ডেভিড আর নেই। আশা করছি, ভক্তদের হৃদয়ে স্থান রয়েছে ডেভিডের। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হয়।


২০২৪ সালের আগস্টে ডেভিড জানিয়েছিলেন, তার এমফিসেমা ধরা পড়েছে। এরপর নভেম্বরে নিজের শ্বাসকষ্ট সম্পর্কে অনেক কথা শেয়ার করে বলেন, আমি ঘরের এক রুম থেকে অন্য রুমে হেঁটে যেতে পারি না। আপনার কাছে এমন মনে হবে যেন আপনি মাথায় প্লাস্টিকের ব্যাগ পরে ঘুরে বেড়াচ্ছেন।


মূলধারার সিরিজে উদ্ভট, র‍্যাডিকাল এবং পরীক্ষামূলক বিষয় নিয়ে সফল নির্মাতা হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন ডেভিড। শুধু তাই নয়, ১৯৯০ সালে লেখক মার্ক ফ্রস্টের সঙ্গে ‘টুইন পিকস’ ড্রামা নির্মাণ করে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। আমেরিকান টিভিতে বিপ্লব আনে এই সিরিজটি।


ড্রামায় এফবিআই এজেন্ট ডেইল কুপারের চরিত্রটি করেছেন কাইল ম্যাকলকলেন। বেস্ট টিভি সিরিজে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পান তিনি। এ দিকে, বেস্ট ডিরেক্টর হিসেবে চারবার অস্কারে মনোনীত হয়েছেন লিঞ্চ। এ ছাড়াও লাইফটাইম অনারারি অস্কার পেয়েছেন তিনি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com