
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভুত ভাবে প্রকল্প অফিসে তালা বন্ধ করণ করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে প্রকল্প অফিসে ছয় হলের জাকসু পরিচয় দিয়ে প্রশাসনের অনুমোদন ছাড়াই জাকসুর ক্ষমতার অপব্যববার করে প্রকল্প অফিসের কর্মচারী ও প্রকল্প পরিচালককের সাথে ঔদ্ধত্যপূর্ণ ভাবে আচরণ করে তালা ঝুলিয়ে দেন। এসময় প্রকল্প অফিসের কর্মচারীরা হতভম্ব হয়ে পড়েন এবং নানাবিধ গালিগালাজ ও হুমকি ধামকি প্রদান করে যা রেকড সংরক্ষিত আছে। এর পর সারাদিন নানা জল্পনা কল্পনার পর সন্ধ্যায় প্রশাসনের সাথে জাকসু বসে এবং সেখানে নিয়ম বহির্ভুত ভাবে প্রকল্পের নথি নেওয়ার জন্য প্রকল্প পরিচালককে চাপ দেন যা জাকসুর গঠন তন্ত্রের সাথে যায় না। এমন অবস্থায় সামগ্রীক বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বস্ত করলে জাকসু প্রকল্প অফিসের তালা খুলে দেয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের সাথে এবিষয়ে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, যে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যে আছে এবং একটা গ্রুপের ইন্ধন রয়েছে যাতে করে প্রকল্পের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]