
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল রোববার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কাল বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। তবে ভর্তি কার্যক্রম কাল চলবে।
১৩ সেপ্টেম্বর, শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরশু সোমবার (১৫ সেপ্টেম্বর) ক্লাস ও অফিস যথারীতি খোলা থাকবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে।
নির্বাচনকেন্দ্রিক টানা চার দিন কার্যক্রম চলার কারণে আগামীকাল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে আজ শনিবার নিয়ে তিন দিন ধরে চলছে ভোট গণনা। নির্বাচন কমিশন আশা করছে, সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবে।
তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম কাল চলবে। সংশ্লিষ্ট কার্যালয়গুলো খোলা থাকবে এবং ভর্তির কাজে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা অফিসে থাকবেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]