
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদগুলোর ভোট গণনা শেষে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসুর ভোট গণনা শুরু হয়েছে।
ভোট গণনা শুরু হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নির্বাচনের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। সবশেষ শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের ভোট গণনা হয়েছে। এখন হলের পোলিং এজেন্টদের ডাকা হয়েছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় উপস্থিত থাকার জন্য।
এরপর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে জাকসুর ভোট গণনা শুরুর খবর সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার স্নিগ্ধা রিজওয়ানা চৌধুরী।
১২ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী বৃহস্পতিবার দিনভর ভোটাধিকার প্রয়োগ করেন। কয়েকটি হলে দীর্ঘ লাইন থাকায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
পরে সেসব ব্যালট বাক্স হল থেকে সিনেট ভবনে নিয়ে আসা হয়। সেখানে রাত ১০টার পর থেকে ভোট গণনা শুরু করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে ফলাফলের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। কোনো কোনো সংগঠন ও প্রার্থী দ্রুত ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]