
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসার অসুস্থ হয়ে মারা গেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মৃত জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের ৩য় তলায় উঠার পরই করিডোরে সবার সামনে সেন্সলেস হয়ে পড়ে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। এ সময় সহকর্মীরা স্ট্যাচারে করে তিনতলা থেকে তাকে নীচ তলায় নামিয়ে নিয়ে আসেন।
জরুরি চিকিৎসার জন্য প্রায় ১০ মিনিটের মধ্যে একটি অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, কার্ডিয়াক অ্যাটাকের কারণে সেন্সলেস হওয়ার ৩০ সেকেন্ডের মাথায় শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মৃত্যুবরণ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমন একটি অপ্রত্যাশিত ঘটনা উপস্থিত সবাইকে হতভম্ব করেছে। এমন ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। মহান আল্লাহ ম্যামকে জান্নাত নসিব করুন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]