জাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর ভোট বর্জন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭
জাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর ভোট বর্জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রশাসনের অসঙ্গতি ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ এনে ভোটগ্রহণ শেষ হওয়ার একঘণ্টা আগেই ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলার কথা থাকলেও বিকেল চারটার আগেই ভোট বর্জন করে ছাত্রদল সমর্থীত ভিপি প্রার্থী।


এর আগে প্রশাসন ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে অসঙ্গতির অভিযোগে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করে তিনি। অভিযোগে তিনি বলেন, জামায়াতে ইসলামীর কোম্পানির ব্যালট পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্রশিবির ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য আগে থেকেই নীলনকশা করে রেখেছে বলে আমরা মনে করছি।


তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে, নতুন করে ব্যালট পেপারে দাবি জানালে, তারা বিষয়টি না মেনে জামায়াতে ইসলামীর কোম্পানির ব্যালট পেপার দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়।


তিনি আরও বলেন, এ রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। তার পরও আমরা আশা করি, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে। শিবিরের নীলনকশা বাস্তবায়নের সুযোগ দেবে না।


জাবি ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, আমরা শুনতে পাচ্ছি- জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশে পাশে জড়ো হয়েছেন। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত। যার ফলে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দেওয়ার আকাঙ্ক্ষা হারাবেন। গেটের বাহিরে জামায়েতের লোক কি কাজ করে, আমরা বুঝতে পারছি না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com