
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে তাজউদ্দীন হল কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান প্রবেশের চেষ্টা করলে উত্তেজনার জেরে কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার কিছু আগে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় ভিপি প্রার্থী সাদী হাসান তাজউদ্দীন হলের ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করলে সেখানে উত্তেজনা দেখা দেয়। ভোটাররা তাকে কেন্দ্রের বাইরেই আটকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এরপর সেখানে সাংবাদিকরা জড়ো হলে বাইরে লাইনে দাঁড়ানো ভোটারা সাংবাদিকদের অনুরোধ করেন কেন্দ্রের ভেতরে গিয়ে দেখতে, সেখানে কী হচ্ছে।
কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বরত আনসার সদস্যদের নির্দেশনা দেয়া হয় সাংবাদিকদের সরিয়ে দেয়ার জন্য। তবে এক পর্যায়ে সাংবাদিকরা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন।
তুষার জানান, উত্তেজনা তৈরি হওয়ায় বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিলো। তারা কেন্দ্রের ভেতরে ঢুকে অস্বাভাবিক কিছু দেখেননি।
পরবর্তীতে ভোটগ্রহণ শুরু হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। প্রতিবেদন লেখার সময়ও কেন্দ্রের বাইরে উত্তেজনা বিরাজ করছিল।
ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সমস্যা সমাধান করা হয়। সাড়ে ১২টার দিকে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
এদিকে সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে।
এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫,৭২৮ জন এবং ছাত্র ৬,০১৫ জন। নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]