
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু পালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর তারা হামলা করেন।
এতে রোববার (৩১ আগস্ট) দুপুর ১টা থেকে বাকৃবি উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন। এর মাঝেই রাত ৮টার দিকে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা।
জানা যায়, বাকৃবির পশু পালন ও ভেটেরিনারি অনুষদের সিংহভাগ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে আন্দোলন করছিলেন। রবিবার বেলা ১১টায় কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়।
সভায় সিদ্ধান্ত হয়, পূর্বের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন’র (ডিভিএম) পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে তাদের দীর্ঘ আন্দোলনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করে এবং বাকৃবি উপাচার্যসহ প্রায় আড়াইশো শিক্ষককে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত দাবি আদায়ের লক্ষ্যে অবরুদ্ধ রাখে। তবে হঠাৎ করেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতরা হামলা করে। এতে নারী শিক্ষার্থীসহ আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
এতে নারীসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় দীর্ঘ ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অডিটোরিয়াম থেকে বের হয়ে আসেন শিক্ষকর।
বহিরাগতদের হামলা চলাকালে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরিতে আশ্রয় নিলে সেখানেও হামলা ও ভাঙচুর করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে উপাচার্যের বাসভবনের দিক থেকে অর্ধশত বহিরাগত আমাদের উপর হামলা চালায়। এতে আমরা আতঙ্কিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেছি। শিক্ষার্থীরা তাদের উপর এই হামলার প্রতিবাদে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জব্বারের মোড়ে জড়ো হচ্ছেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]