৪৮তম বিসিএসের চতুর্থ পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:৪৭
৪৮তম বিসিএসের চতুর্থ পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৪৮তম বিসিএস পরীক্ষায় লিখিত (এমসিকিউ টাইপ) অংশে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে (৪র্থ পর্যায়ে) স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের দুই হাজার ৭৯২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষায় (এমসিকিউ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ২ হাজার ৭৯২ প্রার্থীর ১৪ দিনের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।


সহকারী সার্জন পদের এসব প্রার্থীর ভাইভা পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২৪ আগস্ট। যা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।


মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।


এতে আরও বলা হয়েছে, যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com