
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার উদ্যোগে ৩ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু হয়েছে। চবি শাখা শিবির সভাপতি মুহাম্মদ ইব্রাহিম প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় ৩ দিনব্যাপী এ আয়োজন শুরু হয়েছে।
উদ্বোধনের পর থেকেই প্রকাশনা স্টলে শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও উৎসব স্টল ঘুরে দেখেন এবং প্রকাশনা সামগ্রী ক্রয় করেন। উৎসবের অন্যতম আকর্ষণ ছিলো কুইজ প্রতিযোগিতা।
উৎসবে আগত এইচআরএম বিভাগের শিক্ষার্থী মাহফুজ ফারিয়া বলেন, ক্যাম্পাসে আছি ৪ বছরের মতো। আগে কখনো এমন ক্রিয়েটিভ আয়োজন চোখে পড়েনি। অন্যান্য বই মেলায় গিয়েছি কিন্তু চবি শিবিরের আজকের আয়োজন টা ভিন্ন ছিলো। এখানের বইসহ অন্যান্য প্রকাশনীগুলো খুবই মানসম্মত মনে হয়েছে আমার কাছে। ছাত্রশিবিরের এমন কাজ প্রশংসনীয়। আশা করবো ভবিষ্যতেও তা চলমান থাকবে।
মুজাহিদা জয়নাব নামের আরেক শিক্ষার্থী বলেন, আজকে আমি অনেকগুলো বই কিনেছি। এর মধ্যে অন্যতম কি টু সাকচেজ, মোরা বড় হতে চাই। এই বইগুলো আমার খুবই পছন্দের। বইগুলো আমাদের তরুণদের জন্য খুব প্রয়োজন। আমি চাই শিবির এমন পোগ্রাম সবসময় চালু রাখুক। আমার ব্যাক্তিগত ভাবে পোগ্রামটি খুবই ভালো লেগেছে।
চবি শিবিরের প্রচার সম্পাদক সাইদ বিন হাবিব বলেন, এতদিন পর্যন্ত ছাত্রশিবির কে নানা ভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের জন্য যেসব কাজ করি তা সামনে আনতে দেওয়া হয় নাই। কিন্তু এখন আমরা যে আয়োজন করছি তাতে শিক্ষার্থীরা বুঝতে পারছে ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করে। এই উৎসবে ছাত্রশিবির যেসব প্রকাশনী সামগ্রী বের করে যেমন ডায়েরি, ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক জাগরণের জন্য বিভিন্ন বই রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘ নয় বছর পরে আমরা ক্যাম্পাসে প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছি। সকাল ৯ টা থেকে উৎসব শুরু হলেও এর আগে থেকেই প্রকাশনা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ আমাদের আবেগাপ্লুত করেছে। আমরা বিশ্বাস করি আমাদের সৃজনশীল, গবেষণাধর্মী এসব আয়োজন ও প্রকাশনীর মাধ্যমে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির সুন্দর দিক দেখতে পারবে।
উল্লেখ্য, প্রকাশনা উৎসবে নতুন বছরের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার, চাবির রিং এবং বিভিন্ন ধরনের ইসলামী বই বিক্রি করা হচ্ছে। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ছিলো ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার, চিন্তায় অনুভবে আবুল আলা মওদূদী, সফল বিতার্কিক বক্তা ও নেতা হওয়ার কৌশল, ছোটদের ইসলামি অর্থনীতি, আদর্শ কিভাবে প্রচার করতে হবে, বিষয়ভিত্তিক আয়াত ও হাদিস সংকলন, মুক্তির পয়গাম, এসো আলোর পথে, আমরা কী চাই কেন চাই কীভাবে চাই।
বিবার্তা/মহসিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]