
মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন বাংলাদেশির মধ্যে দুইজন মারা গেছেন। তারা হলেন, মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুন্সীগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব এএসএম জাহিদুর রহমান জানান, শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে একজন ও শনিবার ভোররাত ৩টার দিকে অপরজনের মৃত্যু হয়। মরদেহ দুইটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, 'বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিস্তারিত জানানো হয়েছে।'
মরদেহ দুটি দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জাহিদুর বলেন, 'তাদের জন্য ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে মালয়েশিয়ান কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ব্যাপারে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।'
গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]