যেতে হবে না দিল্লি, ঢাকা থেকেই ভিসা দেবে অস্ট্রেলিয়া
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৭:১২
যেতে হবে না দিল্লি, ঢাকা থেকেই ভিসা দেবে অস্ট্রেলিয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সুখবর দিলো প্রশান্ত মহাসাগরীয় দেশ অস্ট্রেলিয়া। এখন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নয়াদিল্লি নয়, ঢাকা থেকেই ইস্যু করবে অস্ট্রেলিয়া।


অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বৃহস্পতিবার (২০মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোনালাপে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।


ফোনালাপের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদকে এ ব্যাপারে জানান।


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে। বাংলাদেশ থেকে ভিসার দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।


প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন।


উল্লেখ্য, এতদিন বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিশাল হাইকমিশন থাকা সত্ত্বেও সব ধরনের ভিসা ইস্যু হত নয়াদিল্লির অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে। এতে সময় বেশি লাগত এবং ভিসার রেশিও অনেক কম থাকত।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com