লন্ডনে শিল্পীদের কণ্ঠে 'বাংলাদেশের জাতীয় সংগীত'
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩
লন্ডনে শিল্পীদের কণ্ঠে 'বাংলাদেশের জাতীয় সংগীত'
লন্ডন প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সম্প্রীতি কনসার্ট ইউকে ও চেতনায় নারী সমাজের উদ্যোগে লন্ডন আলতাব আলী পার্কে ব্রিটেনের শিল্পী ও সাধারণ মানুষের সম্মিলিত আয়োজনে বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' গাওয়া হয়। ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।


সাম্প্রতিক সময়ে বাংলাদশের জাতীয় সংগীত পরিবর্তন বিতর্কে দেশে বিদেশে প্রতিবাদে ঝড় ওঠে। এরই ধারাবাহিকতা ছিল লন্ডনের এই আয়োজন। সাপ্তাহিক কর্ম দিবসে ও প্রায় চারশ মানুষ এসে সমবেত হয়েছিলেন এই আয়োজনে।


বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামীর নেতৃত্বে সমবেত জাতীয় সংগীতে লন্ডনের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। সমবেত জাতীয় সংগীত পরিবেশনা শেষে আগত মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শপথ পাঠ করেন সমবেত শিল্পী-জনতা।


আয়োজকদের পক্ষে জামাল আহমদ খান ও সাংবাদিক জুয়েল রাজ জানান, একটা দেশে সরকার যে কোনোভাবেই পরিবর্তন হতে পারে সেটাই স্বাভাবিক। কিন্ত বাংলাদেশে আমরা দেখতে পেলাম এক ভিন্ন চরিত্র। সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের মৌলিক অস্তিত্বের জায়গাগুলোতে আঘাত করা হচ্ছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আমরা ভিন্নভাবে দেখতে পাচ্ছি। আমারা আমাদের প্রতিবাদ রেখে গেলাম। মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতে যেকোনো ধরণের চেষ্টাকে আমরা প্রত্যাখান করব।


অনুষ্ঠানে নারী সমাজের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন রাবেয়া জামান জোসনা। অনুষ্ঠান শেষে সম্প্রীতি কনসার্টের পক্ষে আগত ধন্যবাদ জ্ঞাপন করেন ঊর্মি মাজহার।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com