
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করেছে ব্রুনাইয়ে অবস্থানরত বাংলাদেশি পেশাজীবীরা।
১৪ এপ্রিল, রবিবার ব্রুনাইয়ের কুয়ালা বেলায়েত এলাকায় অবস্থানরত চিকিৎসক দম্পতি ডা. নূর মোহাম্মদ হাবীবুল্লাহ নিশাত ও ডা. হুমায়রা নূর আন্দালিব এর উদ্যোগে দিনব্যাপী এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলপনা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেন তারা।
আয়োজক দম্পতি আমন্ত্রিত অতিথিদের পান্তাভাত, নানান পদের ভর্তা ও মিষ্টান্ন দিয়ে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন।
বর্ষবরণ অনুষ্ঠানে ব্রুনাইয়ে কর্মরত বাংলাদেশি চিকিৎসক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রকৌশলী ও ব্যবসায়ীরা তাদের পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।
বর্ষবরণের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন ডা. হুমায়রা নূর, ডা. শারমিন জোয়ারদার মুমু, ডা. পার্থ প্রীতম সাহা, সিক্তা মজুমদার, চৈতি বিশ্বাস, তাফহীম উর রশিদ, নাবিলা নিশাত প্রমুখ।
উল্লেখ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশ ব্রুনাই দারুসসালামে বর্তমানে ৩০ জন চিকিৎসক ও ২০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ প্রায় ৬০ জন বাংলাদেশি কর্মরত আছেন। বিগত কয়েক বছর যাবত বাংলাদেশি পেশাজীবীরা বর্ষবরণসহ বিভিন্ন জাতীয় দিবস নিজস্ব উদ্যোগে পালন করে আসছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]