শিরোনাম
বিদেশ ফেরত কানাডীয়ানদের জন্য ১১ হোটেল
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১২
বিদেশ ফেরত কানাডীয়ানদের জন্য ১১ হোটেল
হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র থেকে
প্রিন্ট অ-অ+

বিদেশফেরত যাত্রীদের তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের জন্য কানাডার চারটি শহরে ১১টি হোটেল অনুমোদন দিয়েছে ফেডারেল সরকার। আগামী সোমবার থেকে কানাডায় আসা যাত্রীদের নিজ খরচে বাধ্যতামূলকভাবে তিন দিন অনুমোদিত এই হোটেল গুলোতে অবস্থান করতে হবে।


প্রসঙ্গত, বর্তমানে টরন্টো, মন্ট্রিয়ল, ভ্যাঙ্কুভার এবং ক্যালগেরি- এই চারটি বিমান বন্দরকে আন্তর্জাতিক ফ্লাইট উঠানামার জন্য নির্ধারণ করা হয়েছে। বিদেশফেরত যাত্রীদের নির্ধারিত হোটেলগুলোর সবকটিই বিমানবন্দর সংলগ্ন।


বিদেশ ফেরত যাত্রীদের বাধ্যতামূলকভাবে অবস্থানের জন্য সরকার নির্ধারিত হোটেলগুলো হচ্ছে- টরন্টোয় হোটেল পিয়ারসন এয়ারপোর্ট, ফোর পয়েন্টস শেরাটন, হলি ডে ইন এবং শেরাটন গেটওয়ে, মন্ট্রিয়লে- মন্ট্রিয়ল এয়ারপোর্ট, ক্রাউন প্লাজা মন্ট্রিয়ল এয়ারপোর্ট, হলি ডে ইন এক্সপ্রেস এবং মন্ট্রিয়ল এয়ারপোর্ট ম্যারিয়ট ইন- টার্মিনাল, ক্যালগেরির এক্লেইম হোটেল এবং ম্যারিয়ট ক্যালগেরি এয়ারপোর্ট, ভ্যাঙ্কুভারের ওয়েস্টিন ওয়াল সেন্টার।


কোভিডের নতুন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে। জরুরি নয় (নন- এসেন্সিয়াল) এমন কাজে বিদেশে যাওয়া কানাডীয়ানদের দেশে ফেরার পর বিমান বন্দরে বাধ্যতামুলকভাবে কোভিডের পিসিআর টেস্ট করাতে হবে। ফলাফলের জন্য অপেক্ষার ৭২ ঘন্টা সময় তাদের বাধ্যতামূলকভাবে হোটেলে থাকতে হবে। যাদের ফলাফল নেগেটিভ হবে- তারা নিজ বাসভবনে গিয়ে চৌদ্দ দিনের কোয়ারেন্টিন সম্পন্ন করবেন।


প্রসঙ্গত, বিদেশি নাগরিকদের জন্য কানাডায় সফর বর্তমানে নিষিদ্ধ রযেছে। তবে কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের পরিবারের নিকটতম সদস্যদের এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেয়া হয়েছে।


বিবার্তা/খোকন/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com