
দেশে ফেরার প্রাক্কালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করোনা আক্রান্ত দুই বাংলাদেশী যাত্রীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, রবিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশী দুজন যাত্রী মালিন্দো এয়ারের শেষ ফ্লাইটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কুয়ালালামপুরের বিমান বন্দরে এসে পৌঁছান। রাত ৯টার দিকে ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে করোনা টেস্ট সার্টিফিকেট পরীক্ষা করার সময় একজন অফিসার তাদের দুজনের কাছে করোনার পজেটিভ সনদ দেখতে পান। সেখানে একটি বেসরকারী ক্লিনিকের প্যাডে কোভিড পরীক্ষার করোনা পজেটিভ থাকা সত্ত্বেও তারা কাউকে কিছু না বলে ফ্লাইটে ওঠার চেষ্টা করে।
এ সময় যাত্রীদের সংস্পর্শে আসায় একজন পুলিশ অফিসার ও একজন সিকিউরিটি গার্ড করোনার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ। আটক দুই বাংলাদেশীকে চিকিৎসার জন্য মালয়েশিয়ার সুঙ্গাইবুলু হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, আধুনিক প্রযুক্তি ও কঠোর নিয়মকানুনের মধ্যে দুই বাংলাদেশীর করোনা পজেটিভ গোপন করে ভ্রমণের ঘটনা মালয়েশিয়ার ইমিগ্রেশন পেজসহ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে হাস্যরসের। বিব্রত হচ্ছেন সাধারণ প্রবাসী বাংলাদেশীরা।
বিবার্তা/আরিফুজ্জামান/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]