
হত্যার অভিযোগে দুই বাংলাদেশীসহ এক পাকিস্তানি দক্ষিণ আফ্রিকা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতাররা হলেন বাংলাদেশী আব্দুর রহিম ও বাবলু, পাকিস্তানি নাগরিক আশরাফ আলী।
জানা গেছে, ২০১৯ সালের ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ব্ররংকোস্প্রিটের কুমাথলাঙ্গা নামক এলাকায় রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে একদল ডাকাত গাড়ি লক্ষ্য করে বাংলাদেশী মো. সুমনকে (৩৮) গুলি করে পালিয়ে যায়। এতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সুমনের ভারতীয় বংশোদ্ভূত আফ্রিকান স্ত্রী মামলা করেন। দীর্ঘ তদন্তের পর দুই বাংলাদেশিকে তাদের নিজ নিজ বাসা থেকে এবং এক পাকিস্তানিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
দোষীদের বিচারের মুখোমুখি করতে মামলার পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মৃত সুমনের স্ত্রী।
মুহাম্মদ সুমনের বাড়ি ফেনী পূর্ববাজারের গোবিন্দ পুরে। আটক বাবলু সম্পর্কে সুমনের চাচাতো ভাই বলে জানা গেছে।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]