
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উপলক্ষে ইতালির রোম এর বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের পুরস্কার ঘোষণা করেছে। এবার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ৫ জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দেয়া হয়।
তারা হলেন- কার্তিক চন্দ্র ঘোষ, সৈয়দ আবদুল্লাহ আল মামুন, মো. সফিউল্লাহ, কামরুল হাসান, মেহেনাস তাবাসসুম ও ‘বাংলা এসআরএল’ নামে একটি প্রতিষ্ঠান।
শুক্রবার দেশটির রাজধানী রোমে দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত শামীম আহসান।
বৈধপথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে ২০১৯ সাল থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানায় বাংলাদেশ দূতাবাস। তারই ধারাবাহিকতায় এবছরও দিবসটি উপলক্ষে এসব ব্যক্তিদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]