শিরোনাম
নবীগঞ্জে স্কুলছাত্রীর শ্লীলতাহানি, একজনের জেল
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৬, ১৭:০৮
নবীগঞ্জে স্কুলছাত্রীর শ্লীলতাহানি, একজনের জেল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জেলার নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে ৫ম শ্রেণীর স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে আব্দুল মোহিত (৪৫) নামে দোকানদারকে ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভাররপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীতেন্দ্র কুমার নাথ ওই দণ্ডাদেশ দেন।


দণ্ডাদেশপ্রাপ্ত ৪ সন্তানের জনক আব্দুল মোহিত একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রসূলগঞ্জ বাজারের ব্যবসায়ীর মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী (১০) সোমবার সকালে স্থানীয় রসূলগঞ্জ বাজারে আব্দুল মোহিতের মুদির দোকানে ডাল কিনতে যায়।


এসময় দোকানদার আব্দুল মোহিত ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। একপর্যায়ে ওই ছাত্রী কৌশলে দৌড়ে পালিয়ে বাড়িতে গিয়ে কেঁদে কেঁদে তার বাবাকে ঘটনাটি জানায়। পরে তার বাবা সাথে সাথে দোকানে গেলে দেখতে পান দোকানদার মোহিত ঘটনার পর পরই দোকান বন্ধ করে পালিয়ে যায়।


এরপর স্কুলছাত্রীর বাবা ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথকে জানান। অভিযোগ পেয়ে তিনি তাৎক্ষনিকভাবে থানার এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীসহ একদল পুলিশ নিয়ে অভিযুক্ত আব্দুল মোহিতকে তার বাড়ি থেকে আটক করেন।


পরে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীতেন্দ্র কুমার নাথ দোকানদার আব্দুল মোহিতের স্বীকারোক্তিতে ১ বছরের কারাদণ্ডাদেশ দেন।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীতেন্দ্র কুমার নাথ কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/ফয়সল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com