
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ৯৩.৩৭ শতাংশ। এ বছর পাশের হার গত বছরের তুলনায় দশমিক ২২ শতাংশ কমেছে। আগের বছর পাশের হার ছিল ৯৩.৫৯ শতাংশ।
বৃহস্পতিবার সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এবছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বাড়লেও গত বছরের তুলনায় পাশের হারের সূচক কিছুটা কমেছে।
এবছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২৫৫ জন। গত বছরের তুলনায় ৫ হাজার ২৯৯ জন শিক্ষার্থী বেশি। আগের বছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৯৫৬ জন।
বিবার্তা/রাহাত/নাজিম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]