
সীমাখালি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে গরুর হাট প্রত্যাহারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার শালিখার সীমাখালি এলাকায় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
মাগুরার শালিখা উপজেলার সিমাখালি বাজারে সীমাখালি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার ১২ টার দিকে মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজারে সড়ক অবরোধ করে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।সড়কের দুই পাশে কয়েকশত গাড়ি আটকা পড়ে।
সড়ক অবরোধের খবরে শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি শোনেন।শিক্ষার্থীরা জানান তাদের এক দফা এক দাবি খেলার মাঠ থেকে গরুর হাট প্রত্যাহার করতে হবে। এবং বিদ্যালয়ের সামনে সড়কে গতি প্রতিরোধ ব্যবস্থার দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বলেন আগামীকাল বুধবার থেকে গরুর হাট বিদ্যালয়ের খেলার মাঠে বসবে না, গরুর হাট ব্রিজের পশ্চিম পাশে বসবে। আর বিদ্যালয়ের সামনের সড়কে গতি প্রতিরোধ ব্যবস্থার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন। নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান।
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হলে ঢাকা-খুলনা মহা সড়ক ১ ঘণ্টা অবরোধ রাখার পর ক্লাসে ফিরে যান শিক্ষার্থীরা । এই সময় সড়কের দুই পাশে কয়েক কিলো মিটার যানজট সৃষ্টি হয়।
বিবার্তা/মনিরুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]