
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে ১টি ওয়ান শুটারগান উদ্ধার হয়েছে।
বুধবার (২ জুলাই) গভীর রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামে অভিযান চালায়। এসময় কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আল্লারদর্গা-তারাগুনিয়া সড়কের উত্তর পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া অস্ত্রটি দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]