
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাওড়ের পানিতে ডুবে আলিফ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কুশনা বাওড়ে এ ঘটনা ঘটে। শিশু আলিফ কুশনা ইউনিয়নের বহরমপুর গ্রামের ভ্যান চালক রাশেদ এর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আলিফ বাড়ি থেকে বের হয়ে খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী বাওড়ে নেমে যায়। পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে শিশুটির দাদা বাওড়ে নেমে শিশুটির খোঁজ পান।
পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের ঘটনা শুনেছি।
শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]