
ফেনীতে ছেলের হাতে হাতকড়া দেখে স্ট্রোক করে পিতার করুন মৃত্যু হয়েছে।
বুধবার (২ জুলাই) রাতে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
হৃদয়বিদারক এ ঘটনার পর ওই ছেলেকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি।
জানা গেছে, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন ফাহাদকে (২০) শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সে শর্শদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেনের ছেলে।
গ্রেফতারের খবর পেয়ে ফেনী মডেল থানায় ছেলেকে দেখতে যান আকবর। নিরপরাধ ছেলের হাতে হাতকড়া দেখে সেখানে থানার সামনে স্ট্রোক করেন হতভাগা পিতা।
প্রত্যক্ষদর্শীরা থানার নিকটবর্তী ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, ফাহাদের নামে কোন মামলা নাই। তবুও তাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলা পর্যায়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকা স্বর্তেও ছেলেকে রক্ষা করতে না পারার বিষয়টি সহ্য করতে পারেননি।
ফেনী গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ফেনী মডেল থানা পুলিশের অনুরোধে ফাহাদকে আটক করা হয়। তাৎক্ষণিক ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। তার পিতার মৃত্যু ঘটনায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে আত্মীয় স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]