চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১৮:২৩
চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানা গোনা ব্যবসা প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স আর এন ট্রেডার্স ও জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার।


১৬ আগস্ট, শুক্রবার দুপুরে জেলা শহরের বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানটি পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।


অভিযান সূত্রে জানা গেছে, আটা ও ময়দাসহ বিভিন্ন পণ্যের মেয়াদ চলে যাওয়ার পর সেগুলোর মেয়াদ মুছে ফেলে পুনরায় বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মিষ্টি তৈরির উপকরণের মধ্যে ইঁদুরের বিষ্ঠা ও ফ্রিজে রাখা দইয়ের কাপে সিগারেটের ছাই এবং কর্মচারীরা স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে এ জরিমানা করা হয়।


অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে সবজি, হোটেল, মিষ্টির দোকান ও মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।


এসময় শহরের পুরাতন গলিতে মেসার্স আর এন ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকি করার সময় ভয়াবহ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। আটা ময়দাসহ বিভিন্ন পণ্যের মেয়াদ চলে যাওয়ার পর সেগুলোর মেয়াদ মুছে ফেলে পুনরায় বিক্রয় করা হচ্ছিল। এছাড়া বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। দোকানটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি। এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কিশোর কুমার আগরওয়ালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও মেয়াদ মুছে ফেলা পণ্যগুলোকে জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।


পরবর্তীতে শহরের বড়বাজার ফেরিঘাট সড়কে মেসার্স জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠানে তদারকিতে আরও ভয়াবহ অনিয়ম দেখতে পাওয়া যায়। খুবই অস্বাস্থ্যকর ও নোংরা স্যাঁতসেতে পরিবেশে তৈরি হচ্ছে নানাবিধ খাদ্যপণ্য। মিষ্টি তৈরির উপকরণগুলোর মধ্যে পাওয়া গেছে ইঁদুরের বিষ্ঠা। ফ্রিজে রাখা দইয়ের কাপে পাওয়া গেছে সিগারেটের ছাই। এছাড়া কর্মচারীদের কোনো স্বাস্থ্যবিধি ছিল না। তৈরি করা দই ফ্রিজে রেখে বিক্রি করা হলেও মানা হচ্ছে না মোড়কীকরণ বিধি (মেয়াদ মূল্য না লেখা)। বিভিন্ন লেখা কাগজ ও ছাপা কাগজের অস্বাস্থ্যকর ঠোঙায় বিক্রি করা হচ্ছে নানা রকম খাবার। এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৩৭ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এক বস্তারও অধিক অস্বাস্থ্যকর ছাপা ঠোঙা জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।


সজল আহমেদ আরও বলেন, অভিযানে সবজি বাজারসহ আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রি, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/আসিম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com