মো‌রেলগ‌ঞ্জে শ্মশা‌নের জ‌মি দখ‌লের প্রতিবা‌দে বি‌ক্ষোভ সমা‌বেশ
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ২০:৪২
মো‌রেলগ‌ঞ্জে শ্মশা‌নের জ‌মি দখ‌লের প্রতিবা‌দে বি‌ক্ষোভ সমা‌বেশ
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বা‌গেরহা‌টের মে‌রেলগ‌ঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়া‌র্ডের সনাতন ধর্মাবলম্বী‌দের নির্ধা‌রিত শ্মশান ঘাট দখ‌লে নেওয়ার প্রতিবা‌দে বি‌ক্ষোভ সমাবেশ ও সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে এলাকাবাসী।


৩ জুলাই, বৃহস্পতিবার বেলা সা‌ড়ে ১১টায় শ্মশান ঘাট এলাকায় এ বি‌ক্ষোভ সমা‌বেশ ও সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।


বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলনে উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক কর্মকার, শ্মশান কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার কর্মকার, সুমন মালি, সঞ্জিব পোদ্দার, জয়দেব রায়, খোকন শিকদার প্রমূখ বক্তব‌্য দেন।


বক্তারা ব‌লেন, দখলদার কুবের চন্দ্র হালদার শ্মশানের জমিসহ সরকারি খাস সম্পত্তি দখলে নিয়ে ঘর তুলে পরে তা বিক্রি করে দেন।


বক্তারা, অন‌তি‌বিল‌ম্বে শ্মশান ঘা‌টের জ‌মি দখলমুক্ত করার দা‌বি জা‌নি‌য়ে‌ছেন।


এ‌দি‌কে, অ‌ভিযুক্ত কুবের চন্দ্র হালদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তি‌নি তার স্ত্রী সুনাতা রানী হালদারের নামে .২৬ শতক জমি ক্রয় করে মিউটেশন করে নিয়মিত খাজনা দিয়ে আসছেন।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা বলেছেন, শ্মশানের জমির বিষয়ে স্থানীয়দের অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে কাগজপত্র ও প্রমাণ দাখিলের জন্য নোটিশ প্রদান করা হয়েছে।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com