ক্যারিয়ারে অনন্য ইতিহাস গড়লেন দীপিকা
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৩:২৭
ক্যারিয়ারে অনন্য ইতিহাস গড়লেন দীপিকা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার এক অনন্য ইতিহাস গড়লেন জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন। তিনিই প্রথম ভারতীয় নায়িকা যিনি মোশন পিকচার বিভাগে ‘হলিউড ওয়াক অফ ফেম ক্লাস ২০২৬’-এ সম্মানিত হয়েছেন।


তিনি ক্যারিয়ারে গড়েছেন অনন্য ইতিহাস। এই তালিকায় নিজের নাম লিখিয়ে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন দীপিকা।


২০২৬ সালের ‘হলিউড ওয়াক অফ ফেম’ নির্বাচিত হয়েছেন এ বলিউড নাকিয়া। বুধবার (২ জুলাই) এ তালিকা প্রকাশ করা হয়।


এই তালিকায় রয়েছে বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের নাম। বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের পক্ষে দীপিকার পাশাপাশি এ অভিনেতাদের নামও প্রকাশ করা হয়। এ তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসে।


হলিউড চেম্বার অব কমার্সের ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল ২০ জুন শত শত মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরে ২৫ জুন চেম্বারের পরিচালনা পরিষদ এ তালিকা অনুমোদন করে। দীপিকা পাড়ুকোনকে দীর্ঘদিন ধরেই ট্রেন্ড সেটিং অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়।


২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় দীপিকার নাম অন্তর্ভুক্ত হয়। ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমা মাধ্যমে হলিউডে যাত্রা শুরু হয় দীপিকার। এ সিনেমায় আরও অভিনয় করেছিলেন ভিন ডিজেল, নিনা ডবরেভ, ডনি ইয়েন, রুবি রোজ এবং স্যামুয়েল এল জ্যাকসন। এটিও দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের কাছ থেকে ব্যাপক প্রশংসিত হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com