
সাতক্ষীরায় পাট ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. শওকত আলী সানা (৪২)।
১৪ আগস্ট, বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
এর আগে, মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈকারী ইউনিয়নের মৃগীডাঙ্গা বিলের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
বৈকারী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শওকত আলী সানা সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের মৃগীডাঙ্গা গ্রামের মাসুদ সানার ছেলে।
পরিবারের বরাত দিয়ে বৈকারী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, শওকত আলী সানা দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার দুপুরে ক্ষেতের কাটা পাট বাঁধতে তিনি মৃগীডাঙ্গা-বাউখোলা বিলের মাঝে একটি পাট ক্ষেতে যান। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত ৮টার দিকে মৃগীডাঙ্গা-বাউখোলা বিলের মাঝে একটি পাট ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পরে রাতেই তার মরদেহ বাড়ি নিয়ে যায় তারা। নিহতের কানে ও মাথায় ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হতে পারে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]