শিরোনাম
ঈদের আনন্দে মাদারীপুরে হাডুডু খেলা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৮, ২১:২০
ঈদের আনন্দে মাদারীপুরে হাডুডু খেলা
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গ্রাম অঞ্চলে ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে হা-ডু-ডু (কাবাডি) ছিল এক সময় বেশ জনপ্রিয় খেলা। আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে এখন ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী জাতীয় এই খেলা।


গ্রাম বাংলার ঐতিহ্যটি ধরে রাখতে ঈদের আনন্দ বাড়াতে মাদারীপুর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের (গ্রীস শাখা) সাধারণ সম্পাদক আতিক খানের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল হা-ডু-ডু (কাবাডি) খেলা। মাদারীপুর সদর উপজেলার ১১৭নং এইচ.টি. আদিত্যপুর সরকারি বিদ্যালয়ের মাঠে শুক্রবার সকালে বিবাহিত ও অবিবাহিত দুটি দল নিয়ে এই খেলা হয়।


ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হাজার হাজার দর্শকরা এই খেলা দেখার জন্য ভীড় করেন। প্রায় ঘণ্টাব্যাপী খেলায় অবিবাহিত দলকে পরাজিত করে বিবাহিত দল জয়ী হয়।



অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন কুনিয়া ইউনিয়েন সাবেক মেম্বার শাহাবদ্দিন হোসেন, বর্তমান মেম্বার জাহাঙ্গির হোসেনসহ জুয়েল খান প্রমুখ।


বিবার্তা/রবিউল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com