শিরোনাম
নরসিংদীর ৫টি আসনেই আ.লীগের জয়
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:০৭
নরসিংদীর ৫টি আসনেই আ.লীগের জয়
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদী-১ সদর আসনে (১৩২টি কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম হিরু ২ লাখ ৭১ হাজার ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব খায়ুল কবির খোকন পেয়েছেন ২৪ হাজার ৬৮৪ ভোট।


নরসিংদী-২ পলাশ আসনে (৮৮টি কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার আশ্রাফ খান দিলীপ- ১ লাখ ৭৬ হাজার ৩৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান পেয়েছেন- ৭,৩৬০ ভোট ।


নরসিংদী-৩ শিবপুর আসনে (৯৬টি কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক মোহন ৯৪ হাজার ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা পেয়েছেন ৫২ হাজার ৮৭৬ ভোট।


নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনে (১৫৪কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ২ লাখ ৬৩ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সরদার সাখাওয়াত হোসেন পেয়েছেন২০ হাজার ৪৩১ ভোট।


নরসিংদী-৫ রায়পুরা আসনে (১৬১কেন্দ্রে) আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু ২ লাখ ৯৪ হাজার ৪৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ২০ হাজার ৪৩১ ভোট।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com