শিরোনাম
টাঙ্গাইলের আটটি আসনই জিতলো আ.লীগ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:২৩
টাঙ্গাইলের আটটি আসনই জিতলো আ.লীগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের আটটি আসনেই জয় পেয়েছে আওয়ামী লীগ।


টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. আব্দুর রাজ্জাক ২ লাখ ৮০ হাজার ২৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সরকার শহিদ পেয়েছেন ১৬ হাজার ৪৪০ ভোট।


টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনির ২ লাখ ৯৯ হাজার ৯৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সুলতাল সালাউদ্দিন টুকু পেয়েছেন ৯ হাজার ৮৮৯ ভোট।


টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান খান ২ লাখ ৪২ হাজার ৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী লুৎফর রহমান খান আজাদ ৯ হাজার ১২২ ভোট পেয়েছেন।


টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী ২ লাখ ২৪ হাজার ১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ৩৪ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন।


টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. ছানোয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৩৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মাহমুদুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ৯৯২ ভোট।


টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু ২ লাখ ৮৫ হাজার ৩০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গৌতম চক্রবর্তী পেয়েছেন ৪০ হাজার ৩২৪ ভোট।


টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একাব্বর হোসেন ১ লাখ ৬৪ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ৮৭ হাজার ৯৪৯ ভোট পেয়েছেন।


টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামী লীগের প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের ২ লাখ ৭ হাজার ৬৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের ধানের শীষ প্রতীকের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী পেয়েছেন ৭১ হাজার ১৪৪ ভোট।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com