শিরোনাম
নাগরপুরের চরাঞ্চলের বাড়ছে তামাক চাষ
প্রকাশ : ০১ জুলাই ২০১৮, ১৮:৫২
নাগরপুরের চরাঞ্চলের বাড়ছে তামাক চাষ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অধিক লাভের আশায় টাঙ্গাইলের নাগরপুরের মোকনা ও মাহমুদনগর ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চলে চাষ হচ্ছে তামাকের। প্রতি বছরই বাড়ছে তামাক চাষের জমির পরিমান।


তামাক চাষে বহুজাতিক কোম্পানিগুলো অগ্রীম টাকা প্রদান ও বিভিন্নভাবে তামাক চাষে সহযোগিতা করছে। কোম্পানিগুলোর লোভনীয় অফারে তামাক চাষে অনেক বেশি আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা।


নাগরপুরের মোকনা ও মাহমুদনগরের বিস্তীর্ণ চরাঞ্চলে টমেটো চাষ বেশি হলেও সেখানে জেকে বসেছে তামাকের চাষ। ধীরে ধীরে এ অঞ্চলে বেড়েই চলেছে তামাক চাষ। এতে কমতে শুরু করেছে টমেটোসহ মৌসুমী সবজি চাষের উৎপাদন।


স্থানীয়রা জানান, এইভাবে তামাক চাষ বাড়তে থাকলে পুরোদমেই বন্ধ হয়ে যাবে টমেটো চাষসহ মৌসুমী সবজির চাষাবাদ। এতে স্থানীয়রাসহ জেলা শহরের মানুষ বঞ্চিত হবে সবজি থেকে।


সবজি চাষের চেয়ে তামাক চাষ লাভজনক হওয়ায় এ পেশায় জড়িয়ে পড়ছে কৃষকরা। এতে এ চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে।


এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ দিন তামাক চাষে যুক্ত থাকলে ক্যান্সার, পেটে পীড়া, বুক ও ঘাড়ে ব্যাথাসহ নানা বিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া তামাক চাষীর সন্তানদের “গ্রীন টোবাকো সিন্ন্ড্রম” নামে এক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশংকা থাকে।


বিবার্তা/তোফাজ্জল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com