শিরোনাম
রেলসংযোগ প্রকল্প: বাড়িঘর ও দোকানপাট সরিয়ে নেয়া হচ্ছে
প্রকাশ : ০২ জুন ২০১৮, ১৫:৫৪
রেলসংযোগ প্রকল্প: বাড়িঘর ও দোকানপাট সরিয়ে নেয়া হচ্ছে
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুরের শিবচরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো রেল সংযোগ। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে সিক্সলেন সড়কের পাশাপাশি রেলসংযোগ প্রকল্পের কাজ শুরু হবে আগামী মাস থেকে। তাই শুরু হয়েছে স্থাপনাসহ দোকানপাট সরিয়ে নেয়ার কাজ।


ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নের জন্য গত ৩১মে পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় নিজ নিজ উদ্যোগে স্থানীয়রা তাদের স্থাপনাসহ ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিচ্ছেন।


ব্যবসায়ীরা বলেন, ঈদ পর্যন্ত যদি তাদের আর সময় বাড়িয়ে দেয়া হতো তাহলে কিছুটা ভোগান্তি কম হতো। সরকারি আদেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ে অন্যত্র সরে যাচ্ছি। তবে রেলসংযোগ প্রকল্পের কিছু বিল পেলেও এখনো সম্পূর্ণ বিলটা পাইনি।


শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে সিক্সলেন সড়কের পাশাপাশি আগামী মাস থেকে রেলসংযোগ প্রকল্পের কাজ শুরু হবে। গত ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেয়া হয় স্থানীয়দের। ক্ষতিগ্রস্থরা স্থাপনাসহ দোকানপাট সরিয়ে নিচ্ছে।


বিবার্তা/রবিউল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com