এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গাছ লাগাবে ডিএনসিসি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১৬:০১
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গাছ লাগাবে ডিএনসিসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গাছ লাগানোর পাশাপাশি সবুজায়ন ও গণপরিসর কার্যক্রম পরিচালনা করবে। এজন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে ডিএনসিসির একটি সমঝোতা চুক্তি হওয়ার কথা রয়েছে। আর এই সমঝোতা স্মারক প্রস্তুত ও বাস্তবায়ন করতে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করেছে সংস্থাটি।


২৫ অক্টোবর, বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ইতোমধ্যে ৫ সদস্যের কমিটির অনুমোদন দিয়ে একটি অফিস আদেশ জারি করেছেন।


মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গাছ লাগানো, সবুজায়ন এবং গণপরিসর উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য সার্বিক কার্যক্রমের প্রস্তুতি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে এই কমিটি।


পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক ডিএনিসিসির প্রধান প্রকৌশলী আর সদস্যসচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদকে। এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং ডিএনসিসির আইন কর্মকর্তা।


বিবার্তা/রিয়াদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com