
সাভারে আট’শ টাকার জন্য এক রিকশা চালককে কুকুরের সাথে শিকল দিয়ে বেধে রেখে নির্যাতনের অভিযোগে মামুন নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ি।
পুলিশ জানায়, গত ৭ মে সাভারের ভরারী এলাকায় অটোরিকশার চোরাকারবারি মামুন পাওনা আট’শ টাকার জন্য তার দোকানে এক রিকশা চালককে কুকুরের সাথে শিকল দিয়ে বেধে রেখে নির্যাতন চালায়।
পরে খবর পেয়ে পুলিশ ওই অটোরিকশা চালককে উদ্ধার করেন। পরে ভুক্তভোগী সাভার মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]