
পিরোজপুরের নাজিরপুুরে জেলেদের উদ্যোগে অবৈধ বিভিন্ন ধরনের জাল জমা করা হয়েছে। একই সঙ্গে জেলেদের বৈধ জাল প্রদান করা হয়েছে।
২০ মে, সোমবার বিকালে উপজেলার মালিখালিতে ২৫ মৎস্যজীবী এ জাল ফেরত দেন।
ওই ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুম বিল্লাহ, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন দাড়িয়া বাবলু প্রমুখ।
এ সময় ওই ইউনিয়নের ৩৫০ মৎস্যজীবীর প্রত্যেককে ৪০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। এ ছাড়া ২৫ মৎস্যজীবীর প্রত্যেককে মাছ ধরার জন্য ২৫ কেজি করে বৈধ জাল প্রদান করা হয়েছে।
স্থানীয় মৎস্যজীবী প্রতিনিধি সুনিল চন্দ্র গাইন জানান, জেলেরা অবৈধ জাল দিয়ে মাছ ধরার ভুল উপলব্ধি করে ওই জাল জমা দিয়েছেন। আর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে তাদের পুরস্কার হিসেবে প্রত্যেককে ২৫ কেজি করে জাল প্রদান করেছেন।
বিবার্তা/তাওহিদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]