
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
২০ মে, সোমবার সন্ধ্যায় আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পরে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, সন্ধ্যায় নিজ ভাড়া বাসায় স্বামী রুহুল আমিন ও স্ত্রী মনি আকতারের ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
অপরদিকে সাভারের হেমায়েতপুর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে গত দুই দিনে সাভার ও আশুলিয়া থেকে সাত জনের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। প্রতিদিন এত মানুষের মৃত্যুতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]