ভারতে পলাতক আসামিকে হস্তান্তর করেছে বিএসএফ
প্রকাশ : ২০ মে ২০২৪, ২১:২৮
ভারতে পলাতক আসামিকে হস্তান্তর করেছে বিএসএফ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতে পালিয়ে থাকা পুলিশের হাতে আটক এ কে এম আমিরুল হক রুবেল (৩৯) নামে বাংলাদেশি আসামিকে হস্তান্তর করেছে বিএসএফ।


রবিবার (১৯ মে) বিকাল সাড়ে ৫টায় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করে বিএসএফ।


চল্লিাশপাড়া সীমান্তের ৮৫/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যানস ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন অধিনস্থ জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের কমান্ডারসহ বিএসএফ সদস্যরা এবং বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পনী কমান্ডার ও চল্লিশপাড়া বিওপি সদস্যরা।


বাংলাদেশের পাবনা জেলার শিবরামপুর গ্রামের এ কে এম শামছুল হকের ছেলে এ কে এম আমিরুল হক রুবেল বিপুল অংকের টাকা আত্মসাৎ করে গোপনে প্রায় ২০ দিন পূর্বে ভারতে পালিয়ে যায়। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয় যার নং-৪৩/২৬০।


প্রতারণা মামলার আসামি এ কে এম আমিরুল হক রুবেল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার দমকুল নামকস্থানে অবস্থানের বিষয়টি জলঙ্গী থানা পুলিশকে অবগত করা হলে জলঙ্গী থানা তাকে পুলিশকে আটক করে। পরে বিএসএফ’র মাধ্যমে আসামি এ কে এম আমিরুল হক রুবেলকে বিজিবি’র কাছে হস্তান্তর করলে বিজিবি তাকে পাবনা থানা পুলিশে সোপর্দ করে।


বিবার্তা/শরীফুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com