
নরসিংদীর রায়পুরায় শ্রীনিধি রেল স্টেশন সংলগ্ন ঢাকাগামী মালবাহী কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে এই লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
২০ মে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরার শ্রীনিধি রেল স্টেশনের মহিষমারা এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে একটি মালবাহী কনটেইনার ট্রেন ঢাকা আপলাইনে যাচ্ছিল। নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেল স্টেশনের মহিষমারা এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে ওই লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ট্রেনটি উদ্ধারে আখাওড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়।
শ্রিনিধি স্টেশন মাস্টার রেজুয়ান জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। একটি লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছাবে।
মেথিকান্দা স্টেশন মাস্টার আশরাফ আলী জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন চলে এসেছে কিছুক্ষণের মধ্যে লাইন স্বাভাবিক হবে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা এ লাইনের ট্রেন চলাচল বন্ধ ছিল বলে তিনি জানান।
বিবার্তা/কামাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]