
কুষ্টিয়ার মিরপুরে জাহাবুল ইসলাম (২২) নামে এক যুবককে হত্যার দায়ে তারই বন্ধু শামছুল (২৭)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং অপর একটি ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও একমাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।
২০ মে, সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন আসামির উপস্থিতি এ রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
দণ্ডপ্রাপ্ত শামছুল মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের ফরু সর্দ্দারের ছেলে।
আদালতর সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ জানুয়ারির সন্ধ্যায় জাহাবুল ইসলাম তার নিজস্ব হাইড্রলিকযুক্ত ষ্টিয়ারিং (লাটা হাম্বা) চালিয়ে বন্ধু শামছুলকে সঙ্গে নিয়ে ইবি থানার কাঞ্চনপুর গ্রামে জসিমের ইট ভাটার মাটি সরবরাহের উদ্দেশে বের হয়। পরবর্তীতে জাহাবুল ইসলাম বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে পরিবারের লোকজন। নিখোঁজের ১১ দিন পর মিরপুর উপজেলার তালবাড়ীয়া পুরাতন বালুর ঘাটে জাহাবুল ইসলাসের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই মাহাবুবুল ইসলাম অভিযুক্ত শামছুলের নাম উল্লেখ করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মুন্সী শফিকুর রহমান মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ২১ জুন আদালতে চার্জশীট দাখিল করেন। ২৯ জন স্বাক্ষীর দীর্ঘ স্বাক্ষ্য শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
বিবার্তা/শরীফুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]