
রাজধানীর শাহবাগ থানার শিক্ষা ভবনের বিপরীত পাশে ও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনের ফুটপাত থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেল সোয়া ৪টা ও বিকেল সাড়ে ৪টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহিদুল ইসলাম জানান, শিক্ষা ভবনের বিপরীত পাশের ফুটপাতে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হবে।
অন্যদিকে, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢামেকের উত্তর পাশ থেকে এক বৃদ্ধা নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নাম পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]