
রাজধানীর বংশালের আগামছি লেনের একটি চারতলা ভবন থেকে হাসান ব্যাপারী (১৩) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ( ২১ ডিসেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে শিশুটিকে মৃত বলে জানান।
বংশাল থানার এসআই দুলাল জানান, আমরা খবর পেয়ে দুপুরের দিকে বংশালের ৭৭/ ৩ আগামছি লেনের একটি চারতালা ভবনের রুম থেকে লোহার অ্যাঙ্গেলের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
মৃত হাসান ব্যাপারীর মামা রিপন ব্যাপারী জানান, আমার ভাগিনা একটি মোটরসাইকেল ওয়ার্কশপে মেকারের কাজ করতো, হাসান আমার বাসায় থাকতো কিন্তু সে কেন ফাঁসি দিবে আমার জানা মতে তার সাথে কারো দ্বন্দ্ব নেই।
তিনি আরো বলেন, মৃত হাসানের বাড়ি মাদারীপুর জেলা সদর পূর্ব আদিত্যপুর গ্রাম বর্তমানে ৭৭/৩ আগামছিলেন বংশালের নাজিমুদ্দিনের একটি চারতলা ভবনে ভাড়া বাসায় মামার সাথে থাকতো সে তার পিতা ফজল ব্যাপারী।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]