
রাজধানীর যাত্রাবাড়ী, রামপুরা ও মতিঝিলে পৃথক ঘটনায় এক গৃহবধূসহ ৩ জন খুন হয়েছে।
বুধবার ( ১৮ ডিসেম্বর) দিবাগত রাতে এসব হত্যাকাণ্ড ঘটে।
রাজধানীর যাত্রাবাড়ী সায়দাবাদে মুন আবাসিক হোটেলের সামনে রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ কামরুল হাসান (২৩) নামে এক যুবক খুন হয়।
পরে মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে যাত্রাবাড়ী ইসলামিয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সজনেরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে আসলে রাত আড়াইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে( ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার তার বাবা জানান, রাতে আমার ছেলে বন্ধুদের সাথে কক্সবাজার যাবার কথা বলে আমার থেকে টাকা নিয়ে বের হয়, পরে রাত সাড়ে ৯টার দিকে এক যুবক মুঠোফোনে জানায় আমার ছেলে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় যাত্রাবাড়ী ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। পরে সেখানে গিয়ে আমার ছেলেকে পাওয়া যায়নি। পরে ঢাকা মেডিকেল জরুরি এসে দেখি আমার ছেলের মৃতদেহ পড়ে আছে ট্রলির উপর।
তিনি আরো বলেন, আমার ছেলেরে হত্যাকানণ্ড কারা ঘটিয়েছে এ বিষয়ে আমার জানা নাই। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার চাই। আমার ছেলে কোরআনে হাফেজ ছিলো, পেশায় কাপড় ব্যবসায়ী।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই )আতিকুল ইসলাম জানান, কামরুল হাসান হত্যাকাণ্ডের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ হত্যাকান্ডের সাথে কারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আয়ত্তে আনা হবে। ওই এলাকার সি সি ফুটেজ চেক করে দেখা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অপরদিকে রাজধানীর রামপুরার আফতাব নগরে স্বামীর ছুরিকাঘাতে মিম আক্তার (২২) বয়সী এক গৃহবধূ খুন হয়েছেন।
বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১ টার দিকে রামপুরার আফতাব নগর রোড নম্বর ৩ - ৫০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এ ঘটনাটি ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীসহ আমার উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ওই গৃহবধূকে দিনগত রাত সাড়ে ৪ টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা মৃতা মিমের মা শাহানা বেগম পার্শ্ববতী ফ্ল্যাটের দম্পতির বরাত দিয়ে তিনি জানান, আমার মেয়ে গৃহিণী ছিল। রাতে আমার মেয়ের জামাইয শেখ সোহেলের সাথে তর্ক বিতর্ক হয় এর জেরে আমার মেয়েকে ধারালো ছোড়া দিয়ে পিঠে ও বাম হাতে ছুড়িকাঘাত করে। পরে খবর পরে বাসায় এসে আমারা স্থানীয় নাগরিক হাসপাতাল নিয়ে যাই সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মেয়েকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
আরো একটি ঘটনায় রাজধানীর মতিঝিলে দুর্বৃত্তদের কিল ঘুষিতে মোহাম্মদ আব্দুল হালিম (৬৩) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। তিনি সাবেক কৃষি ব্যাংকের সিবিএ নেতা ছিলেন।
বুধবার ( ১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে আশেপাশের লোকজন উদ্ধার করে তাকে মতিঝিল ইসলামীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বুধবার দিনগত রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ ইমন হোসেন জানান। মৃত আব্দুল হালিম মতিঝিল কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতা ছিল। গতকাল বিকেলে মতিঝিল কৃষি ব্যাংকের সামনে তিনি অবস্থান করছিলেন ওই মুহূর্তে কয়েক ব্যক্তি এসে তার সাথে তর্ক-বিতর্কে জড়ায় তখন কটাকাটির এক পর্যায়ে তাকে এলো পাথরি কিল ঘুষি মারতে থাকে এতে তিনি রাস্তার উপর লুটিয়ে পড়েন। পরে উদ্ধার করে তাকে মতিঝিল ইসলামী হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে আসলে রাতে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, নিহতের বাড়ি চট্টগ্রাম জেলার, বোয়ালখালী থানার সাদার পাড়া গ্রাম তার পিতা সগীর আহমেদ।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, রামপুরা গৃহবধু হত্যা, যাত্রাবাড়ীর ছুরিকাঘাতে যুবক খুন, ও মতিঝিলে কিল ঘুষেতে এক বৃদ্ধ নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়গুলো সংশ্লিষ্ট থানা গুলোকে অবগত করা হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]