
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে শোবিজ সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়েছে পদ্মা ফাইটার্স।
১৭ ডিসেম্বর, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ক্রিকেট গ্রাউন্ডে সকাল ৮টায় পদ্মা ফাইটার্স ও শোবিজ সিক্সার্সের ম্যাচ দিয়ে পর্দা ওঠে এবারের আসরের।
সাংবাদিকদের মানসিকভাবে চাঙ্গা রাখতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট। গত বছর মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু হয় এই প্রতিযোগিতার।
ফাইনালসহ প্রতিটি ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
দুই গ্রুপে বিভক্ত হয়ে এবারের আসরে অংশ নিয়েছে মোট ৮ দল। দুই দিনের রাউন্ড টেবিল খেলার মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল খেলবে সেমিফাইনাল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
প্রথম ম্যাচ জয়ের পরে এ.এস ওয়ারিয়র্সের অধিনায়ক দৈনিক জবাবদিহির মাল্টিমিডিয়া ইনচার্জ আরমান হোসেন বলেন, আগামীকাল আমাদের দ্বিতীয় ম্যাচ। আমরা আগামীকাল যাতে জয় করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই খেলার মধ্য দিয়ে আমাদের মধ্যে আন্তরিকতারও বৃদ্ধি পাবে। এমন ধরনের একটি আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে আমরা ধন্যবাদ জানাই।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]