
রাজধানীর দক্ষিণখানে ট্রাকের ধাক্কায় মাহমুদুল হাসান মাসুম (৩২ বছর) বয়সী এক মোটরবাইক চালক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু মোহাম্মদ পারভেজ (৩২ বছর) বয়সী এক যুবক আহত হয়েছেন।
১৫ ডিসেম্বর, রবিবার সকাল সারে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩ টার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মোহাম্মদ পারভেজ জানান, আমরা দুজনেই কেরানীগঞ্জের ইউনিলিভার ওয়্যার হাউজের ট্রান্সপোর্ট শাখায় কাজ করি। আজ সকালের দিকে উত্তরার বাসা থেকে বাইকে চরে দুজনেই কর্মস্থলে যাচ্ছিলাম। এ সময় উত্তরার দক্ষিণ খান মেইন রোডে বেপরোয়া একটি ট্রাক আমাদের মোটর বাইককে ধাক্কা দেয়। এতে মাসুমসহ দুইজন গুরুতর আহত হয়েছি। পরে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মাসুমকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, নিহতের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাদশাবাহা গ্রাম। তার পিতা মো. ইব্রাহিম। সবশেষ তিনি দক্ষিণ খান ময়নাটেক এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন পরিবার নিয়ে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]