
রাজধানী তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৪৫ বছর) বয়সী এক ব্যাক্তি নিহত হয়েছেন।
১ ডিসেম্বর, রবিবার বিকেলের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে গতকাল রবিবার বিকেলের দিকে ঘটনাস্থল তেজগাঁও রেলগেটের পাশ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আশেপাশের লোকজনদের সাথে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে ছিলেন। গতকাল বিকেলে রেললাইন পার হওয়ার সময় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলে লোকটির মৃত্যু হয়। আমরা (সিআইডির) ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে।
বিবার্তা/বুলবুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]